“ইতিহাস সাক্ষ্য দেয়, নাট্যকলার সৃষ্টি বিভিন্ন ধর্মানুষ্ঠান বা ধর্মীয় আবেগকে ঘিরে । ব্যাপারটা এখানেই শেষ নয়। নাট্যশৈলী গোড়ায় ধর্মকে উপলক্ষ করে শুরু হলেও অচিরেই নাট্যকলা হয়ে উঠেছিল সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান থেকে প্রবেশ রাজনীতিতে, নাটকের মধ্যে তখন ঢুকে পড়লো সমাজ ও রাষ্ট্র-ক্ষমতা বিষয়ক নানা প্রশ্ন ও প্রসঙ্গ। এ যেমন ঘটেছে প্রাচীন গ্রীসে বা রোমে তেমনি প্রাচীন ভারতবর্ষে, তেমনি আবার রেনেসাঁর ইউরোপে বা তার পরবর্তীকালে । প্রাচীন ভারতের ‘মুদ্রারাক্ষস' ও ‘মৃচ্ছকটিক' নাটকে রাজনীতি দেখতে পাওয়া যায় প্রত্যক্ষভাবে। পাশাপাশি ইস্কাইলাসের ‘আগামেমনন', ‘থিবীর বিরুদ্ধে সপ্তসুর', সফোক্লিসের 'আন্তিগোনে', ‘ইডিপাস’, ইউরিপিডিসের ‘মিডিয়া’–এইসব গ্রিক নাটকগুলোকে অনায়াসেই রাজনৈতিক বলা চলে। মানুষের সভ্যসমাজ যতদিনের পুরানো, ততদিনের পুরানো ক্ষমতা দখলের দ্বন্দ্ব। সেই সমাজ বা রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নাটক তার জন্মলগ্ন থেকেই
0 Review(s) for রাজনৈতিক নাট্যচিন্তার স্বরূপ (হার্ডকভার)