কবিতা হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস- যা একজন কবির আবেগ-অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'কবিত্ব হলো নিজের প্রাণের মধ্যে পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা, কবি নিজের কল্পনা দিয়ে শব্দের ওপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন।কবি জাহেদা চৌধুরীর 'গোধূলীর ট্রেন' কাব্যগ্রন্থে সংকলিত কবিতা সমূহেও আমরা উপরোক্ত বক্তব্যের সত্যতা খুঁজে পাই। পাশাপাশি জাহেদা চৌধুরীর কবিতায় ছন্দ-মাত্রার ব্যাকরণ না খুঁজে কবিতায় কাব্যিক ব্যঞ্জনা, গভীর বোধ, পাঠককে জাগিয়ে তোলার সার্থকতা ও আবেগের প্রতিফলন প্রকাশ পেয়েছে কিনা তা দেখাই সমীচীন মনে হবে।
|
0 Review(s) for গোধূলির ট্রেন