জিকির: জীবিত হৃদয়ের নিঃশ্বাস
যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সে যেন জীবিত। আর যে করে না, সে মৃত—যদিও তার শরীর সচল থাকে।
 হ্যাঁ, জিকির এমনই এক আলো, যা হৃদয়ের অন্ধকার দূর করে।
 জিকির এমনই এক প্রহরী, যা শয়তানের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়।
 জিকির এমনই এক ওষুধ, যা মৃত কলবকে পুনরুজ্জীবিত করে তোলে।
আল্লাহর জিকির মানুষকে আল্লাহর ভয় এনে দেয়,
 বিনয় শেখায়,
 গুনাহ থেকে ঘৃণা তৈরি করে।
 মানুষ তখন পাপকে ঘৃণা করে, গোনাহকে ত্যাগ করে,
 আল্লাহর আনুগত্যে নিজেকে বিলীন করে দেয়।
আল্লাহ তা‘আলা বলেন—
“তারা তো সেই মু’মিন, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, তাদের হৃদয় কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের প্রভুর উপর নির্ভর করে।”
—(সূরা আল-আনফাল: ২)
জিকির হলো সেই সেতু,
 যা বান্দাকে দুনিয়ার নোংরামি থেকে সরিয়ে
 আল্লাহর সান্নিধ্যের দিকে নিয়ে যায়।
কিন্তু যখন মানুষ জিকির থেকে গাফেল হয়ে পড়ে,
 তখন তার হৃদয় শুকিয়ে যেতে থাকে।
 তার চোখ অন্ধ হয়ে যায় সত্য দেখার ক্ষেত্রে,
 তার কানে আর পৌঁছায় না হিদায়াতের ধ্বনি।
 আর তখনই দুনিয়ার নানা বিপদ, ফিতনা, আজাব
 আল্লাহর পক্ষ থেকে তাকে ঘিরে ফেলে।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন (হাদীসে কুদসী)—
“যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো।”
—(বুখারি: ৬৪০৭, মুসলিম: ৭৭৯)
এ হাদীসটি যেন এক কঠোর সতর্কবার্তা—
 যদি তুমি জিকির করতে ভুলে যাও,
 তবে তুমি বেঁচে থেকেও মৃত!
জিকির আমাদের অন্তরের জীবন,
 কলবের আলো,
 রূহের সজীবতা।
এই জন্যই, স্যার, আমাদের উচিত—
 দিনের প্রতিটি মুহূর্তে,
 শ্বাসের প্রতিটি প্রবাহে,
 চোখের প্রতিটি কান্নায়,
 হৃদয়ের প্রতিটি ধ্বনিতে
 আল্লাহর জিকির জারি রাখা।
| Title | সকাল সন্ধ্যার দোআ ও যিকির | 
| Author | মোঃ আবু হুরায়রা, Muhammad Abu Hurairah | 
| Publisher | দাওয়া পাবলিকেশন | 
| ISBN | |
| Edition | 1st Edition, 2023 | 
| Number of Pages | 16 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                            






0 Review(s) for সকাল সন্ধ্যার দোআ ও যিকির