মুসতাফা আনসারী সমকালীন শিশুসাহিত্যের একজন নিষ্ঠাবান কর্মী। সাহিত্যের নানা শাখায় স্বতঃস্ফুর্ত বিচরণ সত্বেও বলা যেতে পারে ছড়া-কবিতাতেই তিনি অধিক স্বচ্ছন্দ। সৃজনশীল পদ্যে তিনি যেমন স্বতঃস্ফুর্ত, তেমনি মননশীল রচনার ক্ষেত্রে পরিশ্রমী ও আন্তরিক। আমাদের বাংলাদেশে যে ক’জন লেখক ছড়া-কবিতার চর্চার ধারাটিকে আরো বেগবান ও সুসংহত করার লক্ষ্যে নিরন্তর শ্রম দিয়ে চলেছেন এবং স্ব স্ব কাব্যপ্রতিভায় দেশের সমকালীন শিশুসাহিত্যকে আরো এগিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছেন, তাঁদের মধ্যে মুসতাফা আনসারী অন্যতম। বিষয়-বৈচিত্র্যে, ছন্দ-নৈপুণ্যে, শব্দ-কুশলতায়, উপমায় কিংবা চিত্রকল্পে তাঁর স্বাতন্ত্র্য অত্যন্ত স্পষ্ট। শব্দের পর শব্দ গেঁথে তিনি তৈরি করেন অপূর্ব সব ছড়া। তাঁর সব ছড়াই চিরায়ত লোকায়ত ধারার। কোনো কোনো ছড়া কবিতার মতো চিত্ররূপময়। ছড়ায় ছবি আঁকার ক্ষেত্রে তিনি একজন দক্ষ শিল্পী। এসব ছবিতে তিনি প্রকাশ করেন তাঁর মনের সমস্ত আকুলতা ও কল্পনা। আঁকেন প্রকৃতিকে। ফলে তাঁর ছড়া হয়ে ওঠে প্রকৃতির মতো সুন্দর। ‘মাটির পুতুল কাঠের ঘোড়া’ মুসতাফা আনসারীর অপূর্ব একটি ছড়াগ্রন্থ। এ গ্রন্থের ছড়াগুলো শুধু ছোটোদের নয়, বড়দেরও আন্দোলিত করবে নিঃসন্দেহে।
|
0 Review(s) for মাটির পুতুল কাঠের