জিন্নাহর সঙ্গে কংগ্রেসের প্রধান বিরোধ ছিল সংবিধান রচনার প্রশ্নে যা অনেক সময়ই বলা হয় না। ভিন্ন প্রসঙ্গ টেনে এনে জিন্নাহকে ভারত ভাগের জন্য দায়ী করা হয়, যা আদৌ সত্য নয়। ভারতের সংবিধানে দেখা যাচ্ছে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্যগুলির হাতে নয়। চাইলে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। রাষ্ট্রের নিরাপত্তার নামে রাজ্যগুলির উপর দমনপীড়ন চালাতে পারে । জিন্নাহর স্পষ্ট বক্তব্য ছিল, সংবিধানে সকল ক্ষমতা থাকবে প্রদেশগুলির হাতে। প্রদেশগুলি হবে স্বায়ত্তশাসিত, নিজেরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। কখনো কেন্দ্র প্রদেশের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, কেন্দ্রের হাতে থাকবে মাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা আর প্রতিরক্ষা সম্পর্কিত যোগাযোগ ব্যবস্থা।
|
0 Review(s) for ভারত ভাগ : জিন্নাহ এবং গান্ধীর রাজনীতি