মধ্যরাতের ভাবনা
মধ্যরাতের থমথমে আকাশ।
ঘুমের চাদরে মোড়ানো পৃথিবীটাকে হঠাৎ ভীষণ নিষ্পাপ মনে হয়।
রূপোর থালার মতো ঝলমলে চাঁদ ঝুলছে আকাশে।
আচ্ছা, চাঁদটা আসলেই কি রূপোর থালার মতো,
না সোনার?
কেন জানি না— আমার মনে হয়, চাঁদটা নিখাদ রূপোর থালার মতোই।
হঠাৎ কুকুরের ঘেউঘেউ ভেসে আসে।
কানে বাজে বিরক্তিকরভাবে,
নিস্তব্ধতাটাকে ভেঙে দেয় বারবার।
তবু ভাবি, এরা কি ঘুমায় না?
নাকি এদেরও কষ্ট আছে, মান-অভিমান আছে?
হয়তো আছে।
প্রাণ মানেই তো অনুভব,
সম্পর্ক মানেই তো দুঃখ আর অভিমান।
তাহলে এদের ঘেউঘেউ কি আসলে কান্নারই আর্তনাদ?
কী জানি।
প্রাণীদের ভাষা যদি বুঝতে পারতাম!
নবী সুলাইমান (আঃ)-এর কথা মনে পড়ে ফাহাদের।
প্রাণীদের ভাষা তিনি বুঝতেন।
ফাহাদ ভাবে— যারা সত্যিকার অর্থে ভালো মানুষ,
তারা নীরব প্রকৃতির ভাষা বুঝতে পারে,
বোবা প্রাণের হাহাকারও অনুভব করে।
এর কি কোনো যুক্তি আছে?
কিন্তু সবকিছুই কি যুক্তি দিয়ে মাপা যায়?
যুক্তি যে কখনো কখনো হার মেনে যায়,
যুক্তির ঊর্ধ্বেও তো আছে এক অদ্ভুত দুনিয়া।
ফাহাদের ভাবনা ঘুরপাক খায়।
মানুষের চিন্তাশক্তির গতি—
আজ অবধি কেউ কি তা মাপতে পেরেছে?
কী জানি!
সে বিজ্ঞানের মানুষ নয়,
তবু বিশ্বাস করে—
কল্পনাশক্তির গতি আলোর থেকেও দ্রুত।
সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে যতক্ষণ লাগে,
তার চিন্তা ততক্ষণে কই থেকে কই চলে যায়।
আজ ফাহাদের মন খারাপ।
সুখের প্রতিটি অংশ সে সুরাইয়াকে ভাগ করে দিতে জানে,
কিন্তু দুঃখগুলো সব নিজের ভেতরেই চাপা রাখে।
চায় না কোনো অশান্তি পৌঁছে যাক স্ত্রীর কাছে।
তবু লুকিয়েই বা কী হবে!
বিচক্ষণ স্ত্রী সুরাইয়া সবই টের পেয়ে যায়।
যেমনটা আজ পেয়েছে…
Title | একমুঠো ভালোবাসা |
Author | ইলয়াস হায়দার,Ilyas Haider |
Publisher | অশ্রু প্রকাশন |
ISBN | |
Edition | 2022 |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for একমুঠো ভালোবাসা