• 01914950420
  • support@mamunbooks.com

এবার ছবি আর কথা না বলে পারল না। আপনাকে আমি চিনতে পারব কী করে? জীবনে আপনাকে আমি কোনোদিন দেখিনি। তাছাড়া আমার বাবাকে আমি বাবা বলব না তো কী বলব? কাতর চোখে ছবির মুখের দিকে তাকাল খালেদ। অসহায়, করুণ গলায় বলল, তুমি আর এমন করো না ছবি! আমি আর পারছি না। আমার খুব টায়ার্ড লাগছে। খুব খিদে পেয়েছে। খালেদের কথা বলার ধরনে তার জন্য আশ্চর্য রকমের এক মায়া হল ছবির। কয়েক পলক খালেদের মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সে। কথা বলতে পারল না । মুস্তাফা সাহেব বললেন, এখন মনে হচ্ছে মজাটা আসলে আপনিই করছেন আমাদের সঙ্গে। রহস্যটা ভেঙে দিলেই পারেন । কী রহস্য? ঢাকা থেকে আমাকে কেন ফলো করে এলেন? স্টেশানে বসে আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, আপনি বললেন না। ট্রেনে কত লোক কত রকমভাবে চেষ্টা করল, আপনি কথা বললেন না। টিকিট ছিল না, তবু ফার্স্ট ক্লাসে উঠে বসেছেন। টিটির সঙ্গে কথা বলা তো দূরের কথা, ফিরেও তাকালেন না তার দিকে । লোকটা বলল আপনাকে রেলপুলিশে দেবে, দেয়নি কেন জানি না। হঠাৎ দেখি আপনি আমার পিছু পিছু আসছেন। আমার বাড়ির দিকে আসতে আসতেও আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি এদিকেই কোথাও যাবেন? আমি আপনাকে কোনো রকমের  ফিরেও তাকালেন না তার দিকে ।  কথা বললেন ছবিকে দেখে। ছবি আপনাকে চিনতে পারছে না কিন্তু আপনি তাকে চিনছেন, এ তো রহস্য উপন্যাসের চেয়েও রহস্যময়। রহস্যটা আপনি ভেঙে দিন । অনেক আগেই সন্ধ্যে হয়ে গেছে। ভেতর বাড়ির আলো তো জ্বেলেছেই, বারান্দার আলোটাও জ্বেলে দিয়েছে বিস্তি। বারান্দার আলোয় বাড়ির সামনের ছোট্ট বাগানটুকু, বাগানের মাঝখানকার রাস্তাটা, এমনকি গেটের বাইরের খানিকটা জায়গাঅব্দি আলোকিত হয়ে যায়। সেই আলোয় গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে তিন জন মানুষ। মুস্তাফা সাহেবের কথা শুনে খালেদ বলল, আমার খুব ক্লান্ত লাগছে। কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু কথা আপনাকে বলতে হবে! না হলে আমরা বুঝব কী করে? খালেদ আবার কাতর চোখে ছবির দিকে তাকাল। ছবি, আমি আর পারছি না। তুমি আমাকে সেভ কর। প্লিজ।

Title কেমন তোমার ভালবাসা (দ্বিতীয় পর্ব)
Author
Publisher হাতেখড়ি
ISBN
Edition 1st
Number of Pages 80
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for কেমন তোমার ভালবাসা (দ্বিতীয় পর্ব)

Subscribe Our Newsletter

 0