সুখেরও খুব দুখ মুহাম্মদ নূর ইসলাম তোমরা কি বলতে পারো কোথায় আছে সুখ? একটুখানি সুখ পেলেই মোর ভরে যেতো বুক, হাট বাজারে, ঘাট মাজারে সবখানে সুখ খুঁজি একটুখানি সুখ দিবে কেউ? দিবো সকল পুঁজি। চলার পথে শুধাই সদা যখন দেখি যাকে, কোথায় আছে সুখের পাহাড় কিংবা সুখের নদী ও পাখি ভাই, বলো আমায় জানা থাকে যদি? বললো পাখি আমিও খুঁজি উড়ে বনে বনে সুখ কোথায় তা জানি না, শুধাও জনে জনে। সুখের কথা শুধাই আরও কবির খাতাকে, কেউ পারে না দিতে আমায় একটু সুখের খোঁজ তবুও আমি সুখকে খুঁজি সকাল বিকাল রোজ, একটুখানি সুখ খুঁজি ভাই, একটুখানি সুখ খুঁজতে গিয়ে খবর পেলাম সুখেরও খুব দুখ। |
Title | সুখ বিলাসী |
Author | অদিতি সিমু,Aditi Simu |
Publisher | বৃত্তকলা একাডেমি |
ISBN | |
Edition | 2023 |
Number of Pages | 80 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for সুখ বিলাসী