আমার বাড়ি
আমার বাড়ি এসো যদি
খেতে দেব ভাত—শাক,
কচু ঘেঁচু আলুর ভর্তা
মায়ের হাতের পাক।
বরুণ গাছে ঝুলা ধুন্দুল
ভাজা সজনে পাতা,
সারা দিবস ঘুরবো দু’জন
মাথায় ধরে ছাতা।
দেখতে যাবো তোমায় লয়ে
শ্যামলিমার খনি,
হলুদ রঙের ফুলে ফুলে
ভরা খিরার জমি।
সারি সারি বাথান ঘরে
দেখবে অনেক গরু,
সবুজ রঙের ধানের জমি
হরেক রকম তরু।
দুলু পাগলার বসতবাড়ি
দেখবে বনের ভেতর,
ফজলু জেঠার সমাধিতে
সাপের জীর্ণ সতর।
Title | সামি’র ডাহুক |
Author | শাতিল ইবনে ইবরাহীম,Shatil ibn Ibrahim |
Publisher | বৃত্তকলা একাডেমি |
ISBN | |
Edition | 2025 |
Number of Pages | 48 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for সামি’র ডাহুক