তুমি যদি
তুমি যদি দোর হও আমি হব ভোর,
তুমি বাঁশি হলে আমি হব তার সুর।
তুমি যদি মরু হও আমি হব তরু,
তুমি শেষ হলে আমি হব তার শুরু।
তুমি যদি মেঘ হও আমি হব মায়া,
তুমি বৃক্ষ হলে আমি হব তাঁর ছায়া।
তুমি যদি নীল হও আমি হব ঝিল,
তুমি নদী হলে আমি হব গাংচিল।
তুমি যদি লতা হও আমি হব পাতা,
তুমি নিশী হলে আমি হব নীরবতা।
তুমি যদি জল হও আমি হব বল,
তুমি নদী হলে আমি হব তার ঢল।
তুমি যদি চাঁদ হও আমি হব স্বাদ,
আপন করে নেব শত ঘৃণা অপবাদ।
☆ ভাবনা করি সদা যদি তুমি চাও, হতে পারি সোনালী ডানার গাঙচিল কিংবা পাহাড়ি ঝর্ণাধারা অথবা তোমার মায়া ভরা কাজল চোখের স্বপ্ন মালা। মনে কি পড়ে বন্ধু তোমার কতো কাছে ছিলাম দু’জন তোমার চেনা গন্ধ আজও এই বুকে তোলে শিহরণ.....।
Title | অমৃত রসে মৃগতৃষ্ণা ও তৃষিত হৃদয়ের কবিতা |
Author | মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন,Mohammad Aminul Islam Amin |
Publisher | বৃত্তকলা একাডেমি |
ISBN | |
Edition | 2025 |
Number of Pages | 65 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for অমৃত রসে মৃগতৃষ্ণা ও তৃষিত হৃদয়ের কবিতা