by সত্যজিৎ রায়, Satyajit Roy
Translator
Category: বয়স যখন ১২-১৭: রহস্য, গোয়েন্দা, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
SKU: RHXKHAFC
ফেলুদা হাতের বইটা সশব্দে বন্ধ করে টক্ টক, দুটো তুড়ি মেরে বিরাট হাই তুলে বলল, 'জিয়োমেট্টি।” আমি জিজ্ঞেস করলাম, 'এতক্ষণ কি তুমি জিয়োমেট্রির বই পড়ছিলে ?” বইটায় একটা খবরের কাগজের মলাট দেওয়া, তাই নামটা পড়তে পারিনি। এটা জানি যে, ওটা সিধা জ্যাঠার কাছ থেকে ধার করে আনা। সিন্ধু, জ্যাঠার খুব বই কেনার বাতিক, আর বইয়ের খুব যত্ন। সবাইকে বই ধার দেন না, তবে ফেলদোকে দেন। ফেল দাও সিধ, জ্যাঠার বই বাড়িতে এনেই আগে সেটায় একটা মলাট দিয়ে নেয়। একটা চারমিনার ধরিয়ে পর পর দুটো ধোঁয়ার রিং ছেড়ে ফেল,দা বলল, 'জিয়োমেট্রির বই বলে আলাদা কিছু নেই। যে-কোনো বই-ই জিয়োমেট্রির বই হতে পারে, কারণ সমস্ত জীবনটাই জিয়োমেট্টি। লক্ষ্য করলি নিশ্চয়ই – ধোঁয়ার রিংটা যখন আমার মুখ থেকে বেরোল তখন ওটা ছিল পার্ফেক্ট সার্কল। এই সার্কল জিনিসটা কী ভাবে ছড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দ্যাখ। তোর নিজের শরীরে দ্যাখ। তোর চোখের মণিটা একটা সার্কল। এই সার্ক- লের সাহায্যে তুই দেখতে পাচ্ছিস আকাশের চাঁদ তারা সূর্য। এগুলোকে ফ্ল্যাটভাবে কল্পনা করলে সার্কল, আসলে গোলক – এক-একটা সলিড ববাদ, অর্থাৎ জিয়োমেট্রি।
Title | সোনার কেল্লা |
Author | সত্যজিৎ রায়, Satyajit Roy |
Publisher | নওরোজ কিতাবিস্তান |
ISBN | |
Edition | 4th |
Number of Pages | 86 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for সোনার কেল্লা