ইতিহাস মানবসভ্যতার ঊষালগ্ন থেকে যুগান্তরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশ বা জনগোষ্ঠীর নানা প্রজন্মের মানুষকে অন্ধকার থেকে আলোকজ্জ্বল পথে প্রেরণা দান করে। ইতিহাস প্রতিনিয়ত গণমানুষের আবেগ-অনুভূতির পরিবর্তন ঘটায়। তৎপ্রেক্ষিতে ইতিহাসের অর্থ, বিশ্লেষণ ও অনুপ্রেরণা ভিন্নতা পরিলক্ষিত হয়। মানুষ নানা মাধ্যম ও উপায়ে ইতিহাসকে সংগ্রহ ও সংরক্ষণ করে। ইতিহাসবিদদের লেখা, চিত্রকলা ও আলোকচিত্রের মাধ্যমে ইতিহাস বর্ণনা ও রক্ষণাবেক্ষণ করা হয়। লিখিত ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ও সঠিক বিবেচনা করা হয়। শতাব্দীব্যাপী মানুষ ছাপার অক্ষরকেই সত্য মনে করতো। আধুনিক যুগে ক্যামেরা আবিষ্কারের ফলে ইতিহাসে আলোকচিত্র মূর্ত প্রতীকরূপে বিবেচিত হয়। আলোকচিত্রে উপস্থাপিত ইতিহাসকে অধিকতর গ্রহণযোগ্য ও প্রামাণিক দলিলস্বরূপ বিবেচনা করা হয়। চিত্রকলা ও দেয়ালচিত্র ইতিহাস সংরক্ষণের প্রাচীন মাধ্যম। বর্তমান বিশ্বের ইতিহাস বা স্মৃতি সংরক্ষণে আলোকচিত্র অন্যতম উপায় হিসেবে বিবেচিত। ঐতিহাসিক ঘটনা আলোকচিত্রের মাধ্যমে অধিকতর বিশ্বাসযোগ্য হয়। মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক যথা- রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, আন্তর্জাতিক, উপমহাদেশীয়, আইনগত, নারী, শিশু-কিশোর প্রভৃতি সম্পর্কে পর্যাপ্ত তথ্যের প্রাপ্তি সত্ত্বেও ব্যাপক নয়। যুদ্ধের নির্দিষ্ট কোনো দিকের তথ্যের যথেষ্ট অপ্রতুলতা লক্ষ্য করা যায়। অধিকন্তু, এসব তথ্য সুসংবদ্ধ নয়। বাঙালির মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অসমাপ্ত ইতিহাস, সমৃদ্ধ স্মৃতিচারণ, অবিনশ্বর কবিতা ও নাটক রচিত হয়েছে। বাংলাদেশের সাহিত্য ও শিল্পে প্রাজ্জ্বল মুক্তিযুদ্ধ। তন্মধ্যে কিছু বই ব্যক্তিক অনুভূতি বহির্ভূত ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত। তা সত্ত্বেও, অধিকাংশ গ্রন্থে আবেগ ও অনুভূতির প্রকাশ অধিক। সে তুলনায় গবেষণামূলক বা তথ্যনিষ্ঠ গ্রন্থের সংখ্যা স্বল্প। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ সংযোজন ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র : অবিনাশী দলিল' গ্রন্থটি।
|
0 Review(s) for মুক্তিযুদ্ধের আলোকচিত্র অবিনাশী দলিল