• 01914950420
  • support@mamunbooks.com

মুফতি যুবায়ের আহমদ (দাওয়াহ ইনস্টিটিউট, মান্ডা, ঢাকা) এর ভূমিকা থেকে:

আমরা দাঈ জাতি। আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্যে। চাই সে হিন্দু হোক, হোক খ্রিস্টান, কিংবা মুসলমান। দুনিয়ায় আমাদের পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন⸺
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
কিন্তু আজ আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গেছি। ফলে আমরা ‘দায়ি’ জাতি রূপান্তরিত হয়েছি ‘মাদউ’তে। আমাদের দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্টবাদের দিকে। মুসলিমদের বানানো হচ্ছে খ্রিস্টান। কাদিয়ানি, বাহায়ি, শিয়া—আরও কত বাতিল ফিরকায় মুসলিমদের জাহান্নামি বানানো হচ্ছে! আর আমরা যারা নিজেদের ওয়ারিসে আম্বিয়া দাবি করি⸺পৃথিবীতে এসেছি মানুষের কল্যাণের জন্য⸺তারা আছি ঘুমিয়ে। আল্লাহ যদি কাউকে দ্বীনের কিছু খেদমত করার সুযোগ দিয়ে থাকেন, তাতেই আমরা তৃপ্তির ঢেকুর তুলি।
মজার বিষয় হলো, মুসলিমদের যারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের নিজেদের ধর্মের দিকে মুসলিমদের আকর্ষণ করার মতো কিছু তাদের কাছে নেই। ফলে কুরআনের অপব্যাখ্যা করেই তারা মুসলিমদের বিভ্রান্ত করে। আমরা দাওয়াতের ময়দানে দেখেছি এবং এমনও পেয়েছি যে, ইমাম সাহেব খ্রিস্টান। মানিকগঞ্জ এবং ঝিনাইদহে পেয়েছি পীর সাহেব খ্রিস্টান। শেরপুরে পেয়েছি এক মৌলভি সাহেব খ্রিস্টান। তারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে ইসলামি পরিভাষা ব্যবহার করে মুসলমানদের খ্রিস্টান বানায়। বিভিন্ন জায়গায় মানুষকে টাকার লোভ দেখিয়ে দলে দলে মুরতাদ বানায়। কোথাও আবার অন্য কোনো কৌশলের আশ্রয় গ্রহণ করে। মোটকথা, নানান রকম প্রতারণা করে মুসলিমদের ধর্মহীন করে।
এই যে আমাদের বিপর্যয়, এর মূল কারণ হলো⸺আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা আমাদের কাজ ভুলে গিয়েছি, ফলে তারা দাওয়াত দিয়ে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বাংলায় বাজে গির্জার বাঁশি বইতে। লেখক ওমর আলী আশরাফ ভাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দাওয়াতের কথা। বইতে তার দাওয়াতি এবং ব্যক্তিগত সফরের বাস্তব চিত্র ও নির্ভুল তথ্য তুলে ধরেছেন। নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি পেশ করেছেন। তিনি যেমন এনজিও ও মিশনারি সমস্যা তুলে ধরেছেন, তার থেকে উত্তরণের উপায়ও বাতলে দিয়েছেন। আমি আশাবাদী, এই বই পড়ে পাঠকের দাওয়াতি স্পৃহা তৈরি হবে, ঈমান-রক্ষার চেতনা জাগ্রত হবে এবং উম্মতের প্রতি অন্তরে দরদ সৃষ্টি হবে। আল্লাহর পথে কাজের আগ্রহ তৈরি হবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবে।

Title বাংলায় বাজে গির্জার বাঁশি
Author
Publisher বইকেন্দ্র
ISBN
Edition
Number of Pages 144
Country Bangladesh
Language Bengali,
ওমর আলী আশরাফ, Omar Ali Ashraf
ওমর আলী আশরাফ, Omar Ali Ashraf

Related Products

Best Selling

Review

0 Review(s) for বাংলায় বাজে গির্জার বাঁশি

Subscribe Our Newsletter

 0