সেদিন কোনো এক কারণে স্কুল অর্ধেক হয়ে ছুটি হয়ে গিয়েছিল। বাড়ি ফিরেই গাঙ্গুলীদের শরৎ বলল সুরেন্দ্রকে, “চল, পুরোনো বাগানে একটু ঘুরে আসি।”
সেবার ভীষণ গরম পড়েছিল—ফলপাকড়, ফুল, লতা-পাতা সবই যেন শুকিয়ে ঝরে পড়েছে। তবু নির্জন ছায়ার নিচে ঘুরে বেড়ানোর এক অনন্য শান্তি ছিল, যে শান্তির টান সহজে উপেক্ষা করা যায় না। তবে সেই শান্তির মাঝেই শরতের মনে এক অদ্ভুত ভার জমে ছিল—এখান থেকে চলে যেতে হবে, সেই ভাবনায় মনটা খচখচ করছিল। অথচ সে কথা কারও সঙ্গে ভাগ করে নিতেও চাইছিল না।
সুরেন্দ্রকে নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল সে। সম্পর্কে সুরেন্দ্র তার মামা হলেও, বয়সে ছোট এবং বন্ধুত্বে সমানে সমান। পুরোনো বাগানে এসে দুজনেই গাছপালার চারপাশে ঘুরে বেড়াতে লাগল। শরতের মনে হচ্ছিল, সে যেন গোপনে একে একে সবার কাছ থেকেই বিদায় নিচ্ছে—গাছেদের, পাতার, বাতাসের। এমনও মনে হচ্ছিল, কে জানে, আর কখনও এখানে ফেরা হবে কিনা!
হঠাৎ, একদম নিজের স্বভাব মতোই, শরৎ লাফ দিয়ে একটা গাছের ডালে উঠে বসে পড়ল। তারপর শুরু করল গল্প—এমন এক গল্প যার না কোনো শুরু আছে, না কোনো শেষ। নিছকই কথার ভেলায় ভাসিয়ে দেওয়া নিজেকে, বিদায়ের কষ্টটা ভুলে থাকার জন্য।
সে বলল, “তুই দুঃখ করিস না—মাঝে মাঝে তো আসবই। আবার দেখা হবে, না?”
Title | ছন্নাছাড়া মহাপ্রাণ |
Author | বিষ্ণু প্রভাকর,Vishnu Prabhakar |
Publisher | নালন্দা |
ISBN | 9789848844267 |
Edition | 1st Published, 2012 |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ছন্নাছাড়া মহাপ্রাণ