গাযা: এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষ্য
এই ক্ষুদ্র কিতাবে আমি চেষ্টা করেছি গাযার জ্বলন্ত চিত্র এবং তার ওপর বিশ্বব্যবস্থার প্রতিক্রিয়া তুলে ধরতে।
 আমি জানি, আমার এ প্রয়াস খুবই সামান্য।
 তবুও প্রার্থনা করি—আল্লাহ তাআলা গাযার পবিত্র শহীদদের রক্তের সামনে আমার এই দুর্বলতা, আমার এই অসহায় অক্ষমতাকে যেন ক্ষমা করে দেন।
 এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন তিনি কবুল করে নেন,
 আর কিয়ামতের দিন যখন গাযার শহীদেরা আমাদের মুখোমুখি দাঁড় করাবে, তখন যেন তিনি বলেন—
 “তুমি চুপ ছিলে না, তুমি কিছু বলেছিলে, কিছু করেছিলে।”
গাযাকে আজ গিলে ফেলছে দানব আমেরিকা, আর গোটা বিশ্ব দেখছে—চোখের সামনে।
 দেখছে, অথচ নীরব।
 মানবতা যেন পৃথিবীর বুক থেকে নির্বাসিত হয়ে গেছে।
 গাযায় যা ঘটছে, তা ভয়ংকর, তা বেদনাবিধুর—
 আরও ভয়ংকর এই নীরবতা, এই নিষ্ক্রিয়তা।
বিশ্ব যেন ভেবে বসেছে, গাযাবাসী লোহা বা ইস্পাতের মানুষ।
 কিন্তু না—তারা আমাদেরই মতো রক্ত-মাংসের মানুষ।
 তাদেরও ব্যথা লাগে, তারা কাঁদে, বুক ভাসায়, সন্তানের লাশ বুকে চেপে রাখে।
 তাদেরও তো আছে বাঁচার অধিকার!
তবুও বিশ্বাস রাখুন—গাযায় বিজয় আসবেই, ইনশাআল্লাহ।
 জায়নবাদীদের ঠিকানা হবে জাহান্নাম,
 আর মুজাহিদদের জন্য আছে আল্লাহর কৃপা, সম্মান, আর চিরস্থায়ী জান্নাত।
আমরা যদি বেঁচে থাকি—তাহলে আমরা হবো মুজাহিদ,
 আর যদি মৃত্যুকে আলিঙ্গন করি—তবে আমরা হবো জান্নাতের সবুজ পাখি।
 কারণ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন—
 “তোমরা মনে করো না, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারা মৃত;
 বরং তারা জীবিত, তাদের প্রভুর নিকট থেকে রিযিক প্রাপ্ত হচ্ছে।”
 (সূরা আলে ইমরান: ১৬৯)
| Title | ৭ অক্টোবর ২০২৩ : গাযার নবজাগরণ | 
| Author | মুহাম্মাদ নাবিল কাবহা, Muhammad Nabil Kabah | 
| Publisher | আলোকধারা প্রকাশন, Alokhadhara Publications | 
| ISBN | |
| Edition | |
| Number of Pages | |
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
                                                            
0 Review(s) for ৭ অক্টোবর ২০২৩ : গাযার নবজাগরণ