চল্ গাঁয়ে যাই
চল্ গাঁয়ে যাই, যাবি বন্ধু?
ঢাকা শহর ক্লান্তি ছন্দু।
ঘন্টার পর ঘন্টা থেমে,
বদ্ধ গাড়ি, ঘামে ভেসে,
যানজটে হয়েছি নাকাল,
স্বস্তি সুখের নেই যে হাল।
রাস্তা খোঁড়া, গলি ঘিঞ্জি,
চোখে শুধু ধোঁয়া ঝিঁঝিঁ।
রিকশা পিলপিলিয়ে চলে,
মানুষ নামে দলবলে।
কোথায় জায়গা? কোথায় ফাঁকা?
শহর জুড়ে ধন্দ ঝাকানাকা!
ভিখিরিদের শহর এ যে,
কেউ গোনেনি হিসাব ক’জন কবে।
জীবন যেন খাঁচায় বাঁধা,
স্বপ্নগুলোও মিছে সাধা।
চল্ গাঁয়ে যাই, খুঁজি শান্তি,
সবুজ মাঠে নদীর কান্তি।
ধানের গন্ধ, বাতাস টান,
চাঁদ উঠিলে গাঢ়ো গান।
বন্ধু, বল্ না যাবি সেথা—
ঢাকার জীবন বেশই বেচা!
চল্ গাঁয়ে যাই, খুঁজি আলো,
শহর ছাড়ি, খুঁজি ভালো।
সব যে বুঝি চিন্তাটা বাঁকা,
শান্তি পেতে গাঁই তো আসল ধাকা!
Title | চল গাঁয়ে যাই,যাবি? |
Author | হাসান হাফিজ, Hasan Hafiz |
Publisher | আফসার ব্রাদার্স |
ISBN | 9789849970620 |
Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
Number of Pages | 72 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for চল গাঁয়ে যাই,যাবি?