চরে ঘাস কাটতে গিয়ে উধাও হয়ে গেল সোনাই বিবি। গ্রামের শখানেক লোক রাতদুপুর পর্যন্ত খুঁজল। দেড়-দুই মাইল লম্বা চর, মাইলখানেক প্রস্থ, কাশ, ধনচে আর ঘাস-বিচালির জঙ্গলে ভর্তি, সব তোলপাড় করে ফেলল। না, বুড়ি নেই। উধাও তো উধাও। শেষ পর্যন্ত লোকে ধরেই নিল পদ্মার ভাঙনে পড়ে গিয়েছিল, আর উঠতে পারেনি। কোথায় কোন দিকে ভেসে গেছে কে জানে। হয়তো ফুলে ঢোল হওয়া লাশ পাওয়া যাবে কোথাও। আচ্ছা, আর একটু আগে থেকে বলি।... সোনাই বিধবা হয়েছিল অল্প বয়সে। কত হবে বয়স তখন! কুড়ি বছরও হয়নি। কোলে একটা ছেলে। কালোপানা টিংটিংয়ে শরীর। শরীরের তুলনায় মাথা বড়। বছর দেড়েক বয়স। শিশুদের চেহারা নিয়ে কথা বলতে হয় না। তবু বলি, ছেলে দেখতে প্রায় মায়ের মতো । নাম রতন। মামুন চোখ তুলে রবির দিকে তাকাল। সোনাই বিবি দেখতে ভালো ছিল না?
Title | গুনাই বিবির কিচ্ছা |
Author | ইমদাদুল হক মিলন, Imdadul Haque Milon |
Publisher | বেঙ্গল পাবলিকেশন্স |
ISBN | |
Edition | 2015 |
Number of Pages | 184 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for গুনাই বিবির কিচ্ছা