গয়নার দুঃখ আছে কিন্তু তার চেয়ে বড় দুঃখ, মেয়েমানুষের জীবনে সকলের বড় যে গয়না অচেনা পুরুষ এসে তার খানিক তচনচ করে দিয়ে গেল। খানিকটা তো বটেই। আশালতা তাই হতে দিয়েছে, নিজেই যেচে তাকে বুকের কাছে টেনে নিয়েছে। সেই বুক ফেটে চৌচির হবে, কিন্তু কোনোদিন মুখ ফুটবে না কারও কাছে। চোরের নামে পাড়াপ্রতিবেশী এসে জুটছে। সিঁধের দিকে উঁকিঝুঁকি দিচ্ছে কেউ কেউ। বড় বাহারের সিঁধ গো! দেখ দেখ — জানলার গবরাটের নিচে মাটির দেয়াল আধখানা চাঁদের মতো কেটেছে। কেটেছে যেন কম্পাস ধরে, একচুলের এদিক-ওদিক নেই। হাত কত চোস্ত হলে তাড়াতাড়ির মধ্যে এমন নিখুঁত গর্ত হয়। কাজের প্রশংসা সাহেব কানে শুনছে না— কিন্তু জগবন্ধু বলাধিকারীর গল্পের সঙ্গে অবিকল মিলে যায়। পণ্ডিত মানুষ বলাধিকারী, হেন শাস্ত্ৰ নেই যা তাঁর অজানা। সাহেব তার বড় অনুরক্ত। মৃচ্ছকটিক নাটকের গল্প। ব্রাহ্মণ-ঘরের ছেলে শলিক এদিকে চতুর্বেদ বিশারদ, আবার চোরও তেমনি পাকা। চারুদত্তের বাড়ি সিঁধ কেটে গয়না নিয়ে গেছে। গচ্ছিত-রাখা গয়না সমস্ত - কী নিয়ে গেছে, ক্ষতির বিবেচনা পরে। চারুদত্ত মুগ্ধ হয়ে সিঁধ দেখছে - সত্যিকারের শিল্পকর্ম একটি। সাহেবদেরও তেমনি কতকটা- হাতের কাজের তুলনা নেই। জাত কারিগরের কাজ - উপন্যাসের কিছু অংশ।
Title | নিশিকুটম্ব |
Author | মনোজ বসু,Manoj Basu |
Publisher | নালন্দা |
ISBN | |
Edition | 2024 |
Number of Pages | 535 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for নিশিকুটম্ব